ব্যবসায়ীরা রাজপথে
নিজস্ব প্রতিবেদক : চলমান রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন দেশের সব শ্রেণির ব্যবসায়ীরা।
রোববার দুপুর ১২টার দিকে জাতীয় পতাকা হাতে জাতীয় সংগীত গেয়ে তারা এ কর্মসূচিতে অংশ নেন। ১৫ মিনিটের এই অবস্থান কর্মসূচি দুপুর সোয়া ১২টার দিকে শেষ হয়।
চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনের দাবিতে রোববার রাস্তায় নামার ঘোষণা আগেই দিয়েছিলেন ব্যবসায়ীরা। পূর্বঘোষিত সেই কর্মসূচির আলোকেই আজ রোববার দুপুর ১২টায় ১৫ মিনিটের জন্য পতাকা নিয়ে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। এবারের প্রতিবাদের স্লোগান হচ্ছে ‘সবার উপরে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এ কে আজাদ, আনিসুল হক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের সভাপতি হোসেন খালেদ, প্রাক্তন সভাপতি আসিফ ইব্রাহিম।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।