পশুর সঙ্গে আলোচনা নয় : খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘মানুষের সঙ্গে মানুষের আলোচনা হতে পারে। কিন্তু কোনো পশুর সঙ্গে মানুষের আলোচনা হতে পারে না।’ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বোমা মেরে মানুষ হত্যা, দেশ ও জনগণের বিরুদ্ধে খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি বন্ধের দাবিতে’ এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কামরুল ইসলাম বলেন, ‘যারা দেশে এই রকম নৃশংসভাবে পেট্রোল বোমা মেরে বাসে আগুন ধরিয়ে দিনের পর দিন সাধারণ মানুষ হত্যা করছে, তারা আসলে মানুষ হতে পারে না। তারা পশুর সামিল। তাই কোনো পশুর সঙ্গে কোনোমতেই সংলাপ বা আলোচনা হতে পারে না।’
তিনি বলেন, ‘আলোচনা করতে কোনো বাধা নেই। তবে তার আগে সন্ত্রাসী ও জঙ্গিবাদদের ত্যাগ করে আলোচনায় আসতে হবে।’ দেশের সুশীল সমাজের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যে সব সুশীল ব্যক্তি আগুনে পুড়িয়ে মানুষ হত্যা এবং সন্ত্রাসী বন্ধের কথা না বলে সন্ত্রাসীদের সঙ্গে সংলাপের কথা বলেন, তারা সমাজের ক্যানসার। যারা সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার কথা বলেন, তারা মূলত মানুষ হত্যার ইন্ধন দিচ্ছেন।’ কামরুল ইসলাম বলেন, ‘সমাজে এক শ্রেণীর সুশীল সমাজ আছে যারা ওই সব হত্যাকারীদের সঙ্গে সরকারকে আলোচনার কথা বলেন। তারা বার্ন ইউনিটে গিয়ে পুড়ন্ত মানুষের পাশে না দাঁড়িয়ে কয়েক দিন পরপর সেমিনার করে উপদেশ বণ্টন করে।’
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হয়ে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ সমাবেশে আরো বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরূন সরকার রানা, আওয়ামী লীগের উপ কমিটির সহসম্পাদক এম এ করিম, আওয়ামী লীগ নেতা অ্যাড. বলরাম পোদ্দার প্রমুখ।