সংকট সমাধান ছাড়া উপায় নেই : বিজিএমইএ
অর্থনৈতিক প্রতিবেদক : পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম বলেছেন, ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন সংকট সমাধান ছাড়া আর কোনো উপায় নেই। রোববার দুপুর ১২টায় বিজিএমইএ কমপ্লেক্সের সামনে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে দেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে এফবিসিসিআইয়ের অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে এসব কথা বলেন তিনি। আতিকুল ইসলাম বলেন, ‘আমরা এমন রাজনীতি চাই না, যে রাজনীতির নামে দেশে সহিংসতার সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক না হলে আমরা একসঙ্গে সকল ব্যবসায়ী রাস্তায় থাকব। যদিও আজকে আমাদের রাস্তায় থাকার কথা ছিল না। কী করব আমাদের আর উপায় নেই। আমরা আর কত লোকসান দেব। দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি এই সংকটের সমাধান হতেই হবে। এ ছাড়া দেশের অর্থনীতিকে বাঁচানোর আর কোনো পথ নেই। আমরা এর সমাধান করে প্রমাণ করতে চাই সকল ব্যবসায়ীরা এক আছে।’
এ ছাড়া বিজিএমইএর সামনে জাতীয় পতাকা হাতে এবং জাতীয় সংগীত পরিবেশন করে ১৫ মিনিট অবস্থান করে বিভিন্ন শ্রমিক সংগঠন। সবার একটাই দাবি- চলমান সংকট সমাধান। নিরাপদে ব্যবসা করতে চাই। হরতাল-অবরোধসহ সকল সহিংস কর্মকাণ্ড প্রত্যাহার করে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায় সংগঠনগুলো। একই সময়ে সারা দেশের ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা, শিল্পপ্রতিষ্ঠান, চেম্বার-অ্যাসোসিয়েশনের সামনে দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে এবং জাতীয় সংগীত গেয়ে অবস্থান কর্মসূচি পালন করে।এফবিসিসিআইয়ের অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, দ্বিতীয় সহসভাপতি রিয়াজ বিন মাহমুদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।