সহিংসতার আশঙ্কায় নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক : সহিংসতার আশঙ্কায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের ভোট গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে আগামী ২৮ মার্চ করেছে দেশটির নির্বাচন কমিশন। দেশটির সব রাজনৈতিক দলের সঙ্গে শনিবার রাজধানীর আবুজায় এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার আত্তাহিরু জেগা জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন বোকো হারামের সঙ্গে সেনারা যুদ্ধে লিপ্ত থাকায় ভোটারদের নিরাপত্তা ও সারা দেশে ব্যালট পোঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সেনা সদস্য নেই।
এ অবস্থায় আমরা আমাদের জনগণকে হুমকির মুখে ঠেলে দিতে পারি না। তাই কমিশন নির্বাচন স্থগিতের পরামর্শ দিয়েছে। নিরাপত্তা বাহিনীর প্রধানকেও এই আশঙ্কার কথা জানানো হয়েছে। ওই ভোট উপলক্ষে নাইজেরিয়া, বেনিন, ক্যামেরুন, নাইজার ও চাদের সম্মিলিত বাহিনীর ৮ হাজার ৭০০ সেনা মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে। জেগা বলেন, ‘ভোটকেন্দ্রে আসা নারী-পুরুষদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকারের বিষয়। এ নিয়ে হেলাফেলা করা যাবে না। তাই নির্বাচনের তারিখ ছয় সপ্তাহ পিছিয়ে ২৮ মার্চ করা হয়েছে।’ এবারের নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথন ও প্রাক্তন সেনাশাসক মুহাম্মাদু বুহারির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।দেশটিতে নির্বাচনের আগে বেশ কয়েকটি সহিংস আক্রমণ চালিয়েছে বোকো হারাম। শরিয়া আইন চালুর দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে তারা।
তথ্যসূত্র : বিবিসি।