মন্ত্রিসভায় টেলিযোগাযোগ অধিদফতর-এর অনুমোদন
সচিবালয় প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে কারিগরি ও পেশাগত সহায়তা দিতে গঠন হচ্ছে ডিপার্টমেন্ট অব টেলিকম্যুনিকেশন বা টেলিযোগাযোগ অধিদফতর।
সোমবার মন্ত্রিসভা এ বিষয়ে নীতিগত অনুমোদন দেয় । সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, টেলিযোগাযোগ অধিদফতরে ২৩৮টি পদ থাকবে। এ ছাড়া বিলুপ্ত বিটিটিবির কিছু পদ এই অধিদফতরের আওতায় এনে পর্যায়ক্রমে বিলুপ্ত হবে। টেলিযোগাযোগ অধিদফতরের প্রধান হবেন মহাপরিচালক।
Posted in: জাতীয়