বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » অকাল শিলাবৃষ্টিতে বিলীন ফসলের মাঠ

অকাল শিলাবৃষ্টিতে বিলীন ফসলের মাঠ 

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে অসময়ের  শিলাবৃষ্টিতে প্রায় বিলীন হয়ে গেছে ১৫ গ্রামের  ফসলের মাঠ।রোববার রাত ১১টার দিকে শুরু হওয়া ৪৫ মিনিট স্থায়ী এ শিলাঝরা বৃষ্টিতে, মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ওই ১৫ গ্রামের প্রায় ৩০০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে।কাজীরবেড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলি জানান, রাতে হঠাৎ করেই শিলা-বৃষ্টি শুরু হয়। যা প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়। এতে তার ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ৩০০ একর জমির ফসল নষ্ট হয়ে যায়। এর মধ্যে রয়েছে, মসুর, গম, ভুট্টা ও তামাকের খেতগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়।

jhanaidaha-1_23650

এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।সামান্তা গ্রামের কৃষক হাজী এবাদত হোসেন বলেন, ‘আমার ১০ বিঘা জমিতে মসুর, ভুট্টা ও গমের চাষ করা ছিল। অল্প কয়েকদিনের মধ্যেই তা ঘরে তুলতে পারতাম। কিন্তু রাতের হঠাৎ শিলাবৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। এখন আমার উৎপাদন খরচও উঠবে না।’কচুয়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মহিউদ্দিন ও হুজুর আলী জানান, তাদের জমির সব মসুর ও গম নষ্ট গেছে।প্রায় একই সুরে ছয়ঘরিয়া গ্রামের কৃষক আলতাফ হোসেন জানান, তার ৫ বিঘা জমির ফসল রাতের শিলা-বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় পরিবার নিয়ে পথে বসতে হবে বলে জানান তিনি।তবে ‘ঘটনাটি জানা নেই’- দাবি করে, খোঁজ নেয়ার কথা বললেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খাতুন।উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা বলেন,  ‘শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে, শুনেছি। ক্ষতিগ্রস্ত এলাকায় উপসহকারি কৃষি কর্মকর্তাকে পাঠিয়েছি।’টেলিফোনে যোগাযোগ করা হলে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা করছেন বলে জানান, উপসহকারি কৃষি কর্মকর্তা আবু বক্কর।

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone