মেস সংঘের মহাসচিবও মেয়রপ্রার্থী!
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আক্তারুজ্জামান আয়াতুল্লাহ ও সোশ্যালিস্ট পার্টি অব বাংলাদেশের (এসপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন-২০১৫-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।বুধবার দুপুর ১২টায় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনের রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে তারা মনোনয়ন সংগ্রহ করেন।মনোনয়ন গ্রহণ করে আয়াতুল্লাহ বলেন, ‘ঢাকা শহরে যারা মেসে থাকে তাদের অনেক সমস্যা রয়েছে।
এই সমস্যা দূর করতে কাজ করে যাব।’বজলুর রশিদ বলেন, ‘ঢাকা মহানগরের মানুষদের বাসযোগ্য নগরী গঠনে আমি কাজ করে যাব। এ ছাড়া এটা জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা করলে হবে না। তাই এই নির্বাচনে উচিত সবার অংশগ্রহণ করা।’