গরুর প্রস্রাবে এবার অফিস পরিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী গরুর প্রস্রাব দিয়ে সরকারি অফিস পরিষ্কারের নির্দেশ দিয়েছেন। গরুর প্রস্রাব পান করলে ক্যানসার নিরাময় হয়- ভারতের এক সাংসদের এমন যুক্তির পর বুধবার ওই নির্দেশ দেন তিনি।
পরিষ্কারের জন্য জীবাণুনাশক বিভিন্ন পদার্থ ব্যবহার করে আসছিল সরকারি অফিসের কর্মীরা। বুধবার তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে অফিস পরিষ্কারের জন্য রাসায়নিক পদার্থ ব্যবহারের পরিবর্তে গরুর প্রস্রাব ব্যবহারের নির্দেশ দেন তিনি।চিঠিতে তিনি রাসায়নিক পদার্থ বন্ধ করে ‘পরিবেশবান্ধব’ গরুর প্রস্রাব ব্যবহারের প্রস্তাব দেন।কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো ওই চিঠিতে তিনি বলেন, ‘আমি আপনাদের মন্ত্রণালয়ের অফিসগুলোতে ফিনাইলের, যা পরিবেশগতভাবে খারাপ রাসায়নিক পদার্থ, পরিবর্তে গরুর প্রস্রাব ব্যবহারের অনুরোধ জানাচ্ছি।’নারী ও শিশুবিষয়ক মন্ত্রী মানেকা এর আগে জনসমক্ষে গরুর জবাই ও এর মাংস বিক্রি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।গত শুক্রবার গুজরাট থেকে নির্বাচিত শঙ্করভাই এন নামের এক সাংসদ রাজ্যসভার অধিবেশনে গরু হত্যাকে ‘পাপের’ কাজ উল্লেখ করে এর প্রস্রাব পান করলে ক্যানসার নিরাময় হয় বলে মন্তব্য করেন।গরুকে ‘মা’ মনে করেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। তাই গরু জবাই ও এর মাংস বিক্রির ঘোরবিরোধী তারা।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া ।