বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » কন্যাসন্তান চান ব্রিটনি, তাই বিয়ে

কন্যাসন্তান চান ব্রিটনি, তাই বিয়ে 

বিনোদন ডেস্ক : দুই ছেলে নিয়ে তৃপ্ত তিনি। কিন্তু কোথাও যেন একটা শুন্যতা রয়ে গেছে তার। তাই দু-দুবার ডিভোর্সের পর আবারও বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন পপস্টার ব্রিটনি স্পিয়ার্স। আপাতত প্রডিউসার চার্লি এবারসলের সঙ্গে ডেটিং চলছে তার। এখনো রূপকথার বিয়েতে বিশ্বাসী বলেও জানিয়েছেন তিনি।

‘পিপল’ ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে ব্রিটনি বলেন, ‘পরস্পরকে ভালোবাসা, দুজন-দুজনকে সম্মান করা, সৎ থাকা, মনের কথা খোলাখুলি বলাই আমার কাছে বিয়ের আসল তাৎপর্য।’

britney_spears_pop.jp-1427520153

তিনি আরো বলেন, ‘দুই ছেলেকে নিয়ে যদিও আমি তৃপ্ত, খুশি, তবুও আমার মন ভবিষ্যতে আরও একটি সন্তান চায়। আর সে যদি মেয়ে হয়, তাহলে সে হবে আমারই ক্ষুদ্র সংস্করণ, আর এটা হলে আমি খুবই আনন্দিত হব।’

এর আগে তিনি দুবার বিয়ে করলেও সংসার টিকিয়ে রাখতে পারেননি ব্রিটনি। তার প্রথম বিয়ে টিকে ছিল মাত্র ৫৫ ঘণ্টা। স্বামী ছিলেন শৈশবের বন্ধু জ্যাসন আলেকজান্ডার। দ্বিতীয় বর ছিলেন কেভিন ফেদারলাইন। সে বিয়েও বেশি দিন টেকেনি তার। এবার তৃতীয়বারের মতো বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটনি।

১৯৯৮ সালে ব্রিটনির প্রথম অ্যালবাম ওয়ান মোর টাইম বেবি প্রকাশিত হয়। সে বছর অ্যালবামটি বর্ষসেরা হিসেবে নির্বাচিত হয়। ২০০১ সালে ব্রিটনি নামের অ্যালবাম প্রকাশিত হয়। সে বছর অ্যালবামটি অস্ট্রেলিয়া বিলবোর্ডে সেরা ১০০ গানের মধ্যে স্থান করে নিয়েছিল।

এরপর তিনি বি ইন দ্য মিক্স, রিমিক্স, বস্নাক আউট, বাই দ্য টাইম শিরোনামে একের পর এক ভিন্ন ঘরনার পপ-অ্যালবাম উপহার দিয়ে রীতিমতো সুপারস্টার বনে যান। শুধু তাই নয়, এখনো তিনি তার সুরের মূর্ছনায় ভক্তদের মুগ্ধ করে রেখেছেন। তিনি তার সফলতার স্বীকৃতিস্বরূপ একাধিকবার এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone