‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে’
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় অবিলম্বে জনসমক্ষে হাজির করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমদ।সোমবার দুপুরে সালাহ উদ্দিন আহমদের গুলশানের বাসায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি প্রতিনিধিদল তার পরিবারকে সমবেদনা জানাতে যায়।এ সময় হাসিনা আহমদ বলেন, ‘আমার স্বামীকে ফেরত চাই।
আমি নিশ্চিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গেছে।’বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ সরকারের কাছে আছে দাবি করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেন, ‘সালাহ উদ্দিন আহমদের পরিবারের কাছে প্রমাণ আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গেছে। তার পরিবার জিডি করতে গেলেও থানা জিডি গ্রহণ করেনি। এতেই প্রমাণিত হয় সরকার এ ঘটনার সঙ্গে জড়িত এবং সালাহ উদ্দিন আহমদের নিখোঁজের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’তিনি আরো বলেন, ‘সালাহ উদ্দিন আহমদ বিএনপির পক্ষ থেকে কথা বলতেন- এটাই তার বড় অপরাধ। সে কারণেই তাকে অপহরণ করা হয়েছে।’ সালাহ উদ্দিন আহমদের নিখোঁজের ঘটনা স্বাধীনভাবে অনুসন্ধান ও তদন্ত করার জন্য তিনি গণমাধ্যমকে আহ্বান জানান।বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, ‘সালাহ উদ্দিন আহমদ কোথায় আছেন, কীভাবে আছেন, সেটা পুলিশ জানে। তাই তাকে অবিলম্বে জনসমক্ষে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।’এ সময় উপস্থিত ছিলেন পেশাজীবী নেতা আ. ন. হ আখতার হোসেন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, কৃষিবিদ হাসান জাবেদ তুহিন, রফিকুল ইসলাম প্রমুখ।