দেশের এই অবস্থা কাম্য হতে পারে না : নিলু
নিজস্ব প্রতিবেদক : বিগত তিন মাস যাবৎ একটি দলের জোট গণতান্ত্রিক আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করছে। দেশের রাজনীতি যে পথে এগোচ্ছে, তা কোনো সভ্য দুনিয়ার কাম্য হতে পারে না। এ কথা বলেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বিগত ৪৪ বছর দেশ যেভাবে চলছে সেভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি কখনোই অর্জিত হবে না। গণতন্ত্রের মুক্তির জন্য দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।আলোচনা সভায় বক্তব্য রাখেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার, বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবায়দা কাদের চৌধুরী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।