৮০৯ কোটি টাকার সাত প্রস্তাব অনুমোদিত
বিশেষ প্রতিনিধি : কুষ্টিয়ায় ১০ তলা ভিত্তির ৪ তলা মেডিক্যাল কলেজ ভবন নির্মাণসহ ৮০৯ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে সাতটি ক্রয়-প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।এরআগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পাঁচটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে পৃথক দুইটি বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের অবহিত করেন।
তিনি বলেন, বৈঠকে ‘নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পে’র ম্যানেজমেন্ট, ডিজাইন ও সুপারভিশন পরামর্শক সেবা চুক্তির অতিরিক্ত কাজের অনুমোদন দেওয়া হয়েছে। সুইডেনভিত্তিক একটি কোম্পানি প্রকল্পটি বাস্তায়ন করছে। তাদের সঙ্গে সম্পাদিত চুক্তির বাইরে অতিরিক্ত ১৮ কোটি ৪৩ লাখ টাকার ভেরিয়েশন প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। একই প্রকল্পের মিউনিসিপ্যাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট পরামর্শক সেবা চুক্তির অতিরিক্ত সাড়ে তিন লাখ টাকার কাজের অনুমোদন দিয়েছে কমিটি।যুগ্ম-সচিব বলেন, ‘বাংলাদেশ ও বেলারুশ সরকারের মধ্যে সম্পাদিত ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন প্রভিশনস অব এক্সপোর্ট কমোডিটি ক্রেডিট’ চুক্তির আওতায় বেলারুশ থেকে যান-যন্ত্রপাতি আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন মিউনিসিপালটির সক্ষমতা বাড়াতে বেলারুশ সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির আলোকে ৪১৯ কোটি ২৪ লাখ টাকার বিভিন্ন ধরনের যানবাহন ও যন্ত্রপাতি আমদানি করা হবে।’তিনি বলেন, বৈঠকে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলা এবং এর আশেপাশের এলাকাকে মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গন থেকে রক্ষায় নদীতীর সংরক্ষণ প্রকল্পের আওতায় সাড়ে ৫ হাজার কিলোমিটার নতুন তীর সংরক্ষণ এবং ২২০ মিটার তীর মেরামতে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ১৭৯ কোটি ১৩ লাখ টাকা।মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ২০০৭ সালের জরুরী ঘুর্ণিঝড় পুনরুদ্ধার ও পুণর্বাসন প্রকল্পে পানি উন্নয়ন বোর্ডের (সাব কম্পোনেন্ট ডি-২) অংশের আওতায় ‘টেকনিক্যাল ফিজিবিলিটি স্টাডিজ অ্যান্ড ডিটেইলড ইঞ্জিনিয়ারিং ডিজাইন ফর রিভার ব্যাংক ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক সমীক্ষা পরিচালনার জন্য নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ বৃদ্ধি (যৌথভাবে সমীক্ষার কাজটি পরিচালনা করছে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘ফিচনার জিএমবিএইচ অ্যান্ড কোম্পানি কেজি’ এবং কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ‘নর্থ-ওয়েস্ট হাইড্রলিক কনসালটেন্ট লিমিটেড’) একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটির সঙ্গে চুক্তির মেয়াদ চলতি বছরের ২৮ জানুয়ারি শেষ হওয়ায় তা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।’বৈঠকে জাইকা’র অর্থায়নে বাস্তবায়নাধীন ‘হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীব-বৈচিত্র উন্নয়ন প্রকল্পে’র ম্যানেজমেন্ট, ডিজাইন ও সুপারভিশনসহ অন্যান্য কাজের জন্য পরামর্শক নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। জাপানের নিপ্পন কোই লিমিটেড পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে। তাদের কাছ থেকে সেবা নিতে মোট ব্যয় হবে ৮৮ কোটি ৩২ লাখ টাকা।তিনি বলেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য দশতলা ফাউন্ডেশনসহ চারতলা ভবন নির্মাণের ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ৯২ কোটি ২৪ লাখ টাকা। মেসার্স টিয়াল-জহিরুল কোম্পানি যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।