`আদালত নির্দেশ দিলে খালেদার সম্পদ ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে`
সংসদ প্রতিবেদক : আদালত নির্দেশ দিলে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সম্পদ হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্তদের মাঝে বিলিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি, দেশের প্রচলিত আইনে তাকে (খালেদা) গ্রেফতার করা হতে পারে বলেও জানান তিনি।বুধবার সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘কেউই আইনের উর্ধে নয়। আইন তার নিয়মে চলবে। সরকার আইনের বাইরে কিছু করবে না; আদালতের নির্দেশ ছাড়া কোন পদক্ষেপও নেবে না।’প্রধানমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিচ্ছেন।
তিনি কখনোই দেশের স্বাধীনতা চাননি। পাকিস্তানীরা যেমন, মুক্তিযুদ্ধের সময় দেশের সবকিছু ধ্বংস করেছে, নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে- বেগম জিয়াও তেমনিভাবে পাকিস্তানীদের কায়দায় হত্যা-ষড়যন্ত্রে মেতেছেন। তবে পাকিস্তানীরা দেশটাকে পুরোপুরি পোড়ামাটি বানাতে পারেনি। আর সেই কাজটি করছেন খালেদা জিয়া।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে যেভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশকেও একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে উঠেপড়ে লেগেছেন বেগম জিয়া।’তিনি বলেন, বেগম জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন নেত্রী, তিনি যেভাবে মানুষ হত্যা করে চলেছেন, অরাজকতা করছেন- তাতে প্রশ্ন উঠেছে, আসলে তার দায়িত্ব বোধ নেই। তিনি কীসের জন্য রাজনীতি করেন, কার জন্য রাজনীতি করেন- তা বোধগম্য নয়।’প্রধানমন্ত্রী আরো বলেন, ‘একজন নেত্রী মানুষের নিরাপত্তা বিঘিœত করছেন, হত্যা করছেন, আর আমরা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’এ সময়, সরকার সাধারণ মানুষের নিরাপত্তায় সব রকম চেষ্টা করবে বলেও দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি। হরতাল-অবরোধ প্রত্যাখান করায় দেশবাসীকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এতে সবার জন্য সমান সুযোগ রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নামে কোন সুর-বেসুর শুনতে আমরা প্রস্তুত নই। সবার জন্য নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’কোনভাবেই সরকার কিংবা প্রশাসন নির্বাচনে হস্তক্ষেপ করবে না বলেও এ সময় আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।