প্রতিবেদন পাওয়ার পর পে-কমিশন নিয়ে সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদক : সচিব কমিটির প্রতিবেদন পাওয়ার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-কমিশন আগামী জুলাই থেকে কার্যকর করা যাবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বুধবার সচিবালয়ে ঢাকায় নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়িট পিয়ের লারামির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েেেছন অর্থমন্ত্রী।
আগামী জুলাই থেকেই পে-কমিশন কার্যকর করা হচ্ছে কি-না, এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পে-কমিশনের রিপোর্ট আগে আসুক।’বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি মূলতঃ নবনিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে বাংলাদেশ-কানাডার সম্পর্কের বিষয়টি রিভিউ করা হয়েছে।’অর্থমন্ত্রী বলেন, ‘কানাডা বাংলাদেশের ভাল বন্ধু। তারা শুরু থেকেই আমাদের সঙ্গে আছেন। শিক্ষা ও স্বাস্থ্যসহ সব কিছুতেই কানাডা বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। কানাডা বাংলাদেশের প্রথম দাতাদেশ। স্বাধীনতার পর তারা সাড়ে ৪ কোটি ডলার সহায়তা দিয়েছিল।’