‘ওই নাম মুখে আনতেও ঘৃণা লাগে’
ক্রীড়া প্রতিবেদক : ‘নিজের স্বার্থ উদ্ধারের জন্যে যা করা প্রয়োজন তা-ই করেন। কাউকে পাত্তা দেন না। ওনার মস্তিষ্ক বিকৃত, স্বাভাবিকভাবে কিছু চিন্তা করতে পারেন না। ওই নাম মুখে আনতেও ঘৃণা লাগে।’ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান এন শ্রীনিবাসন সম্পর্কে এমনটিই বলেন আ হ ম মুস্তফা কামাল। বুধবার ঢাকায় এসে বিমানবন্দরে আইসিসির সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মুস্তফা কামাল।দুর্নীতি ও ফিক্সিংয়ে জড়িত শ্রীনিবাসন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। নতুন সভাপতি হিসেবে ডালমিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও শ্রীনিবাসন পারেননি। কিন্তু চেয়ারম্যান হিসেবে ঠিকই আইসিসিতে রয়েছেন শ্রীনি।‘বিতর্কিত’ এই ব্যক্তির ওপর বিরক্ত আইসিসি প্রাক্তন সভাপতি মুস্তফা কামাল। তার ওপর ক্রিকেট কতটা নিরাপদ তা নিয়েও শঙ্কিত বিসিবির প্রাক্তন এই সভাপতি।মুখে শ্রীনিবাসনের নাম না নিয়ে মুস্তফা কামাল আরো বলেন, ‘মানুষটি নিজের দেশেই বিতর্কিত। বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে। আমি সেগুলো না বললাম। এমন একটা মানুষকে দিয়ে ক্রিকেট কত দূর যাবে তা নিয়ে শঙ্কিত।’
প্রসঙ্গত, ২০১৫ সালে করা নিয়ম অনুযায়ী, বৈশ্বিক প্রতিযোগিতাগুলোয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সভাপতির ট্রফি দেওয়ার কথা। অর্থাৎ সদ্য সমাপ্ত বিশ্বকাপের ট্রফি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়ার কথা ছিল আইসিসির সভাপতি মুস্তফা কামালের। কিন্তু নিয়ম ভেঙে গত রোববার অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন।চেয়ারম্যান নিয়ম ভঙ্গ করার মধ্য দিয়ে পুরো বাংলাদেশকে ছোট করেছেন বলে দাবি মুস্তফা কামালের। সেজন্য ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার আসন ছেড়ে দিতেও দ্বিধা বোধ করেননি কামাল।