রাশিয়ায় ট্রলারডুবিতে নিহত ৫৪
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় মাছ ধরার একটি ট্রলার বুধবার কামচাটকা উপদ্বীপের অদূরে ডুবে গেছে। এতে এর নাবিক অন্তত ৫৪ জন মারা গেছেন।রাশিয়ার নৌবাহিনীর উদ্ধারকারীরা জানিয়েছে, ট্রলার থেকে ৬৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশ হাইপোথারমিয়ায় (ঠান্ডাজনিত রোগ) ভুগছেন। বেশ কয়েকটি জাহাজ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ট্রলারটিতে ১৩২ জন আরোহী ছিল।
এরমধ্যে ৭৮ জন রুশ নাগরিক। বাকি ৫৪ জন লাটভিয়া, ইউক্রেন, মিয়ানমার ও ভানুয়াতুর নাগরিক।কামচাটকার ক্রুতোগরভস্কি থেকে ৩৩০ কিলোমিটার পশ্চিমে ও মাগাদানের ২৫০ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। ওখৎস্ক সমুদ্রের যে অংশে এ দুর্ঘটনাটি ঘটেছে সেখানে বর্তমানে শূন্য ডিগ্রি সেলসিয়াস (৩২ ফারেনহাইট) তাপমাত্রা বিরাজ করছে।কম তাপমাত্রায় পানি জমে বরফে পরিণত হওয়ায় উদ্ধার কাজে সময় লাগছে। ট্রলারটি মাত্র ১৫ মিনিটের মধ্যে ডুবে যায়।
তথ্যসূত্র : বিবিসি।