মগবাজারে বাসচাপায় দুই সহোদর নিহত
মেডিক্যাল প্রতিবেদক : রাজধানীর মগবাজারে বাসচাপায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- দুই আপন ভাই আসাদুল (২০) ও মাজেদুল (১৭)। তারা নির্মাণ শ্রমিক ছিলেন এবং মগবাজার ফ্লাইওভার নির্মাণ কাজে জড়িত ছিলেন। তাদের পিতার নাম আতাউর রহমান। তাদের গ্রামের বাড়ি বগুড়ার ধুনটের চরচাপড়া গ্রামে।নিহতদের সহকর্মী আইয়ুব আলী জানান, শনিবার সকাল ১০টার দিকে তারা ফ্লাইওভারের পিলারের কাজ করার ফাঁকে বসে বিশ্রাম করছিলেন। এ সময় পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বাস তাদের ওপর উঠে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুল ও মাজেদুলকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গুরুতর আহত আরেক নির্মাণ শ্রমিক মঞ্জু (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
রমনা থানার এসআই নাজমুল বলেন, ‘আমরা ঘাতক বাসটিকে আটক করেছি।’