বছরের প্রথম তিন মাসে জনশক্তি রপ্তানি বেড়েছে
বিশেষ প্রতিবেদক : চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বেড়েছে।চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি হয়েছে এক লাখ ৮৭ হাজার। অন্যদিকে গত বছর একই সময়ে ৯৬ হাজার ৯৮ জন কর্মী বিশ্বের বিভিন্ন দেশে গেছেন।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে গত বছরের তুলনায় কর্মী রপ্তানি বেড়েছে। এ কারণে বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় জনশক্তি রপ্তানি বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে আশা করা যাচ্ছে চলতি বছর বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বাড়বে। একই সঙ্গে রেমিটেন্স প্রবাহও বাড়বে।জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএসইটি) পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছর জানুয়ারিতে ৩২ হাজার ২০০ জন, ফেব্রুয়ারিতে ২৮ হাজার ৫১৫ জন এবং মার্চে ৩৩ হাজার ৩৭৩ জন কর্মী রপ্তানি হয়েছে। অন্যদিকে ২০১৪ সালে জানুয়ারিতে ২৮ হাজার ৩৩৩ জন, ফেব্রুয়ারিতে ৩৫ হাজার ৫৭ জন এবং মার্চে ৪৫ হাজার ৩১৯ জন কর্মী রপ্তানি হয়।গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কর্মী রপ্তানি বেড়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, লেনবানসহ কয়েকটি দেশে। অন্যদিকে মালয়েশিয়া, ওমান ও বাহরাইনে কমেছে।২০১৪ সালের জানুয়ারিতে সৌদি আরবে ৬৯৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৭১৬ জন, ওমানে ১০ হাজার ৫৮২ জন, কাতারে ৫ হাজার ৭৩২ জন, বাহরাইনে ১ হাজার ৭৫৮ জন, লেবাননে ১ হাজার ১৭১ জন, জর্ডানে ১ হাজার ১৭৪ জন, লিবিয়ায় ২৪৫ জন, মালয়েশিয়ায় ৯৩৪ জন এবং সিঙ্গাপুরে ৪ হাজার ২৩৯ জন কর্মী রপ্তানি করা সম্ভব হয়েছিল।
ফেব্রুয়ারিতে সৌদি আরবে ২৮৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৬৮১ জন, কুয়েতে ৪ জন, ওমানে ৮ হাজার ৪ জন, কাতারে ৫ হাজার ৩৭৪ জন, বাহরাইনে ১ হাজার ৩৩৪ জন, লেবাননে ৯৮৫ জন, জর্ডানে ১ হাজার ৮৫০ জন, লিবিয়ায় ৪০৯ জন, সুদানে তিনজন, মালয়েশিয়ায় ৬৯৯ জন এবং সিঙ্গাপুরে ৩ হাজার ৪৪১ জন কর্মী রপ্তানি হয়েছিল।মার্চে সৌদি আরবে ৪৭৬ জন, আরব আমিরাতে ১ হাজার ৮১৩ জন, কুয়েতে ১৫৪ জন, ওমানে ৮ হাজার ৫৫১ জন, কাতারে ৫ হাজার ৮২৫ জন, বাহরাইনে ১ হাজার ৫৯৮ জন, লেবাননে ১ হাজার ৩৫৭ জন, জর্ডানে ২ হাজার ১২ জন, লিবিয়ায় ৮০৯ জন, সুদানে ১ জন, মালয়েশিয়ায় ২৬৭ জন এবং সিঙ্গাপুরে ৪ হাজার ৯১২ জন কর্মী রপ্তানি হয়েছিল।অন্যদিকে ২০১৫ সালের জানুয়ারি মাসে সৌদি আরবে ৭৫৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ হাজার ১০০, কুয়েতে ৭৬৩ জন, ওমানে ৬ হাজার ৮০৩ জন, কাতারে ৬ হাজার ৯৪৩ জন, বাহরাইনে ৬৯২ জন, লেবাননে ১ হাজার ৬১৮ জন, জর্ডানে ১ হাজার ১১০ জন, সুদানে ৮ জন, মালয়েশিয়ায় ৪০৮ জন, সিঙ্গাপুরে ৩ হাজার ৪৪৪ জনসহ মোট ২৮ হাজার ৩৩৩ জন কর্মী রপ্তানি হয়েছে।অন্যদিকে ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে ২ হাজার ৩৭৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ হাজার ৩২৬ জন, কুয়েতে ১ হাজার ৩৮ জন, ওমানে ৮ হাজার ২২৭ জন, কাতারে ৭ হাজার ৬৭৯ জন, বাহরাইনে ৬৫৭ জন, লেবাননে ১ হাজার ৬৯৪ জন, জর্ডানে ১ হাজার ৮৮৬ জন, সুদানে ৭৭ জন, মালয়েশিয়ায় ১১৯ জন, সিঙ্গাপুরে ৩ হাজার ৫৮৩ জনসহ মোট ৩৫ হাজার ৫৭ জন কর্মী রপ্তানি হয়েছে।লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রপ্তানি বন্ধ থাকলেও মার্চ মাসে জনশক্তি রপ্তানি বেড়েছে। এ মাসে সৌদি আরবে ১ হাজার ৩৫৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ হাজার ৮৪০ জন, কুয়েতে ১ হাজার ৫৯৪ জন, ওমানে ৯ হাজার ৮৯৮ জন, কাতারে ৯ হাজার ৮২২ জন, বাহরাইনে ২ হাজার ৫ জন, লেবাননে ২ হাজার ৬২ জন, জর্ডানে ১ হাজার ৮৭৭ জন, সুদানে ৪৫ জন, মালয়েশিয়ায় ১৬১ জন এবং সিঙ্গাপুরে ৪ হাজার ৬৭৫ জনসহ মোট ৪৫ হাজার ৩১৯ জন কর্মী রপ্তানি হয়েছে।