বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » নার্স নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

নার্স নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি 

নিজস্ব প্রতিবেদক : নার্স নিয়োগে প্রধানমন্ত্রীর ঘোষণা দীর্ঘ দিন বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে এবং পূর্বের ন্যায় বয়স ৩৬ বছর করে, মেধা ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে অতি দ্রুত নিয়োগ বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর পরিষ্কার ঘোষণা থাকা সত্বেও বাস্তবায়ন না হওয়ায় আমাদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যক্তিবর্গের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দবি জানাচ্ছি।’

Norse-1428128047

বক্তারা আরো বলেন, ‘দেশের জনসংখ্যা, রোগীর সংখ্যা ও শয্যাসংখ্যা অনুযায়ী হিসাব করলে বাংলাদেশে আরো এক থেকে দেড় লাখ নার্স দরকার। চিকিৎসা অনুযায়ী হিসাব করলে, সরকারি খাতে ৩০ হাজার চিকিৎসকের বিপরীতে কমপক্ষে ৯০ হাজার নার্স রাখা আবশ্যকীয় হলেও বর্তমানে তা আছে মাত্র ২২ হাজার। প্রধানমন্ত্রী নার্স নিয়োগের পরিষ্কার ঘোষণা এবং নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন না হওয়াটা অতি দুঃখ্ জনক।’এ সময় বক্তারা নার্স নিয়োগে অতি সত্বর প্রধানমন্ত্রীর ঘোষণা যদি বাস্তবায়ন না হয় তবে বৃহৎ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার, ফারুক হোসেন, নার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. মো. মফিজ উল্লাহ, বাংলাদেশ নার্সেস ঐক্য পরিষদের আহ্বায়ক মিসেস সাবিনা শারমিন প্রমুখ।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone