ধূমপানে ক্যানসার ভালো হয়!
আন্তর্জাতিক ডেস্ক : মাদক নিয়ে ভারতের ক্ষমতাশীন দল বিজেপির এমপিরা বিতর্কিত মন্তব্য করেই চলেছেন।শায়েম চন্দ্র গুপ্ত ও দিলীপ গান্ধী নামের দুই এমপি দুদিন আগে দাবি করেন, ক্যানসারের সঙ্গে তামাক গ্রহণের মধ্যে কোনো সম্পর্ক নেই। শনিবার তাদের পক্ষেই সাফাই গাইলেন রাম প্রসাদ শর্মা নামের দলটির আরেক এমপি । তিনি দাবি করেন, ‘তামাক রোগ নিরাময় করে। ক্ষতি করে না।’ওই তিনজন শুধু এমপিই নন, বড় বড় পদেও রয়েছেন।
তাদের মধ্যে গুপ্ত বেদি ব্যারন, গান্ধী দেশটির তামাক ও মাদক নিয়ন্ত্রণ সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং শর্মা ওই কমিটির একজন সদস্য। শর্মা তামাক জাতীয় পণ্য বিক্রি আরো ত্বরান্বিত করতে একটি আইন করার জন্য তৎপর রয়েছেন।সিগারেটের প্যাকেটে ধূমপান করলে ক্ষতি হয় এমন ছবি বেশি প্রকাশ করার জন্য মাদক ও তামাক নিয়ন্ত্রণ বিষয়ক কমিটিকে নির্দেশ দেয় ভারতের কেন্দ্রীয় সরকার।কিন্তু এর বিরোধিতা করে ওই কমিটির সদস্য শর্মা বলেন, ‘ধূমপান ক্যানসারের কারণ এমন মেডিক্যাল, রাসায়নিক ও বাস্তবিক কোনো প্রমাণ কমিটি পায়নি। বিভিন্ন পর্যায়ের গবেষকদের প্রমাণ দিতে হবে যে ভারতের পরিবেশে ধূমপান ক্যানসারের কারণ। আমরা মুখের কথার ওপর ভিত্তি করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি না। আমি এটাও জানি, ধূমপানে হারবাল ও মেডিক্যাল সুবিধা দেয়।’তিনি আরো দাবি করেন, আমি এমন দুইজন প্রবীণ ব্যক্তিকে চিনি, যারা প্রতিদিন ৬০টি সিগারেট ও এক বোতল অ্যালকাহল পান করতেন। তাদের একজন এখনও বেঁচে রয়েছেন। অন্যজন ৮৬ বছর বয়সে মারা যান।সংসদীয় প্যানেলের প্রধান ও বিজেপি এমপি দিলিপ গান্ধীর তামাক নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।বৃহস্পতিবার দিলিপ বলেন, ভারতের কোনো গবেষণা প্রমাণ করতে পারেনি যে, ধূমপানের কারণে ক্যানসার হয়। ধূমপানের সঙ্গে ক্যানসারের কোনো সম্পর্ক নেই।তার এ মন্তব্যে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। চিকিৎসক ও বিরোধী দলগুলো তার মন্তব্যের তীব্র সমালোচনা করে।এরপর বিজেপি নেতা সায়াম চরণ গুপ্ত তামাক নিয়ে করা দিলিপ গান্ধীর মন্তব্যকে সমর্থন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিজেপির তৃতীয় নেতা হিসেবে তামাকের পক্ষে সাফাই গাইলেন রাম প্রসাদ শর্মা।
এ মন্তব্যে তীব্র বিরোধিতা করেছে দেশটির বিরোধীদলগুলো। তারা এর যথাযথ কারণ ব্যাখ্যা চেয়েছে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।