বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » রিয়ালের মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপা

রিয়ালের মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপা 

ক্রীড়া ডেস্ক : এ মৌসুমে সময়টা মোটেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। কোপা ডেল রের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে রোনালদো-বেলদের দল। লা লিগাতেও শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়েছে তারা।অপরদিকে চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোয়  শালকেকে কোনোমতে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল। শেষ আটে তারা খেলবে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। যাদেরকে কিনা এ মৌসুমে একটি ম্যাচেও হারাতে পারেনি রিয়াল।

karlo-1428129961

সব ধরণের প্রতিযোগিতা মিলে ৬ ম্যাচ খেলে ৪টিতে হেরেছে এবং দুটি ড্র করেছে।তারপরও রিয়ালের মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা এবং শিরোপা জেতা। এমনটাই জানালেন দলটির কোচ কার্লো আনচেলোত্তি। এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সব সময়ই বলে এসেছি যে, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা এবং শিরোপা জেতা।’গত ২২ মার্চ লা লিগায় মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’য় বার্সার কাছে ২-১ গোলে হারে রিয়াল। এরপর থেকে লা লিগায় আর কোনো ম্যাচ খেলেনি দুই দল। লা লিগায়  ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে রিয়ালের অবস্থান দ্বিতীয়।‘এল ক্লাসিকো’য় বার্সার কাছে হারলেও ম্যাচটি ভবিষ্যতে রিয়ালকে সাহায্য করবে বলে মনে করছেন আনচেলোত্তি। ম্যাচটি নিয়ে রিয়াল কোচ বলেন, ‘পরাজয়টা কঠিন ছিল। তবে আমরা যেমনটা চেয়েছিলাম ছেলেরা তেমনই খেলেছে। যা ভবিষ্যতে আমাদের সাহায্য করবে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone