লিভারপুলকে হারিয়ে দুইয়ে আর্সেনাল
ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জয়রথ ছুটছেই আর্সেনালের। লিভারপুলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছেন গার্নাসরা। লিগে আর্সেনালের এটা টানা সপ্তম জয়। এই জয়ের ফলে ইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। অপরদিকে হেরে যাওয়ায় লিভারপুলের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন লিগে খেলার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে।৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে দুইয়ে অবস্থান করছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা ম্যানসিটি ৬১ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।শনিবার এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণে লিভারপুলের রক্ষণ কাঁপিয়ে দেন আর্সেনালের খেলোয়াড়রা। ম্যাচের পঞ্চম মিনিটে লিভারপুলের ডিফেন্ডার কোলো তোরের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। তোরের ভুল পাসে ডি বক্সের সামনে বল পেয়ে যান অ্যারন রামসে। শটও নিয়েছিলেন তিনি। কিন্তু ঝাঁপিয়ে পড়ে তার শটটি ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক মিগনোলেট।
ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল লিভারপুলও। সতীর্থ মার্কোভিচের দারুণ এক পাস থেকে ফাঁকায় বল পেয়েও পা ছোঁয়াতে পারেননি রাহিম স্টার্লিং। এরপর ৩৬ মিনিট পর্যন্ত কোনো গোল হয়নি।তবে ৩৭ থেকে ৪৫, মাত্র আট মিনিটে গোলের বন্যা বইয়ে দেয় আর্সেনাল। ৩৭ মিনিটে আর্সেনালের গোলের সূচনা করেন হেক্টর বেলারিন। রামসের পাস থেকে বল পেয়ে ডি বক্সের সামনে লিভারপুলের দুই খেলোয়াড়কে কাটিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন স্পেনের এই রাইট-ব্যাক।এরপর ৪০ মিনিটে ফ্রি-কিক পায় স্বাগতিকরা। ডি বক্সের সামনে ফ্রি-কিক থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। আর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার শেষ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আলেক্সিস সানচেস। ডি বক্সের সামনে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন চিলির এই স্ট্রাইকার।দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে নিজেদের ডি বক্সে বেলারিন প্রতিপক্ষের স্ট্রাইকার স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি থেকে ব্যবধান কমান ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লিভারপুলের ডিফেন্ডার এমরে ক্যান। এই সুযোগে অতিরিক্ত সময়ে অতিথিদের জালে চতুর্থ পেরেক ঠুকে দেন অলিভিয়ে জিরুদ। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনালের খেলোয়াড়রা।