নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র শেষ চুম্বন
মারুফ আলম : নির্মিত হতে যাচ্ছে শিশুতোষ চলচ্চিত্র শেষ চুম্বন। মুন্তাহিদুল লিটনের পরিচালনায় এতে অভিনয় করবেন- শিমুল খান, সাগর আহম্মেদ, তন্ময়, শিশু শিল্পীসহ অনেকেই। ৭ এপ্রিল, জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে শুভ মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন নির্মাতা লিটন। এ প্রসঙ্গে পরিচালক লিটন বলেন, ‘এটি একটি মানবতার সিনেমা। এ সিনেমার মাধ্যমে সমাজে শিশুদের নির্যাতনের বিরুদ্ধে অভিনব একটি প্রতিবাদ।’
সিনেমার গল্প প্রসঙ্গে লিটন বলেন, ‘এ সিনেমায় পারিবারিক শিশু নির্যাতনের বিষয়টিই ফুটিয়ে তোলার চেষ্টা করবো। একজন বাবা তার মেয়েকে সব সময় নির্যাতন করতো। কিন্তু মৃত্যুর সময় তার বোধদয় হয় তিনি তার কন্যার প্রতি অন্যায় করেছেন। তাই তিনি মেয়েকে শেষবারের মতো একটি চুমু খেতে বলে। এ জন্য সিনেমার নামকরণ করেছি শেষ চুম্বন। যা আপনাকে ভাবাবে, ভুগাবে, লোভ কী জিনিস তা বুঝাবে।’১০ এপ্রিল, থেকে রাজধনীর পিয়াংকা শুটিং স্পটে এ সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছে পরিচালক। লাকী মোভি নিবেদিত এ সিনেমায় গান থাকছে মোট পাঁচটি। গানে কণ্ঠ দিয়েছেন বাধন, খুঁদে গানরাজ আঁশা, এ্যানজেলা মঞ্জুর, দৌলদ হাসান। সংগীত পরিচালনা করবেন এ্যানজেলা মঞ্জুর ও ওলিক। গানের কথা লিখেছেন পরিচালক লিটন।