শাহজালালে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিভিল এভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি) গ্রুপ ক্যাপ্টেন নাজমুল আনাম জানান, এফটি-সেভেন মডেলের প্রশিক্ষণ বিমানটি বিকেল সোয়া ৪টার দিকে অবতরনের সময় রানওয়েতে এর সামনের চাকা ভেঙ্গে যায় । এতে বিমানটি ছিটকে পড়ে। বিমানটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
Posted in: জাতীয়