মালয়েশিয়ায় বিতর্কিত সন্ত্রাসবিরোধী বিল পাস
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার পার্লামেন্টে সন্ত্রাসবিরোধী সংশোধিত বিল পাস হয়েছে। ইসলামি উগ্রপন্থার হাত থেকে দেশকে রক্ষা করতে এই বিল পাস করা হয়েছে বলে দাবি করেছে সরকার।এই বিলের মূল বিষয় হলো- বিচার ছাড়াই যে কাউকে অনির্দিষ্টকাল আটকে রাখা যাবে। ২০১২ সালে এ ধরনের আইন প্রণয়নের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।মঙ্গলবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এই বিলকে ‘মানবাধিকারের জন্য পিছু হঠা’ বলে অভিহিত করেছে। সোমবার কুয়ালা লামপুরে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহ ১৭ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরে মালয়েশীয় পার্লামেন্টে সন্ত্রাসবিরোধী বিল পাস হলো। সোমবার রাতে বিল নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়।মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি জানিয়েছেন, হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে গ্রেফতার ১৭ জনের একজনের বয়স মাত্র ১৪ বছর। তারা অস্ত্র সংগ্রহের জন্য পুলিশ স্টেশন ও সেনাঘাঁটিতে হামলার পরিকল্পনা করে।গ্রেফতারকৃত ১৭ জনের মধ্যে দুজন সম্প্রতি সিরিয়া থেকে ফিরে এসেছে।সন্ত্রাসবিরোধী বিলে বলা হয়েছে, যেকোনো অভিযুক্তকে দুই বছর পর্যন্ত বিচারবহির্ভূতভাবে আটক রাখা যাবে। এরপর আটকের মেয়াদ বাড়ানো যাবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সন্ত্রাসবিরোধী বোর্ড। বিচার বিভাগের এ ক্ষেত্রে কোনো ভূমিকা থাকবে না।
এই বিল আইনে পরিণত হলে সাধারণ মানুষ হয়রানির শিকার হবে বলে এইচআরডব্লিউ উদ্বেগ প্রকাশ করেছে। এই বিলের বিরোধিতা করেছে বিরোধীদলও। এরই মধ্যে বিরোধী দলের অনেক নেতা-কর্মী আটক রয়েছেন। তাদের মুক্তি নিয়ে সংশয় আরো ঘনীভূত হলো।