ইরাকে ১৭০০ সেনার গণকবর উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের তিরকিতে ১৭০০ সেনার ১২টি গণকবর উদ্ধার হয়েছে। গত বছর ইসলামিক স্টেটের (আইএস) হাতে এসব সেনা নিহত হয় বলে দাবি করা হচ্ছে।তিরকিতে যুক্তরাষ্ট্রের সাবেক সেনা ঘাঁটি স্পেইচার ক্যাম্পের পাশে এই গণকবরগুলো পাওয়া গেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা কবরগুলো খোঁড়ার কাজ শুরু করেছেন।সম্প্রতি মাসব্যাপী যুদ্ধে তিরকিত থেকে আইএস জঙ্গিদের হঠিয়ে দিয়েছে ইরাকের সমন্বিত বাহিনী ও শিয়া মিলিশিয়ারা। এরপর এই গণকবর উদ্ধার হলো।২০১৪ সালের জুনে তিরকিতে সেনাদের হত্যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে আইএস। হত্যার শিকার এসব সেনার মধ্যে অধিকাংশ ছিল শিয়াপন্থি। সে সময়ে বেঁচে যাওয়া সেনারা জানিয়েছেন, হত্যার আগে আইএস জঙ্গিরা শুনে নিয়েছিল, কে কে শিয়া।মঙ্গলবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মরদেহগুলো শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। অনেক সেনার পরিবার জানেই না, তাদের স্বজনেরা বেঁচে আছে না মরে গেছে।
ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, তারা প্রথম গণকবরটি খুঁড়েছেন। সেখান থেকে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো কবর খোঁড়া হবে।