সোহেলকে হারাল পাকিস্তান
বাংলাদেশ সফরে আসার ঠিক আগে পাকিস্তান দলের জন্য আরেকটি ধাক্কা। চোটের কারণে আসতে পারছেন না পেসার সোহেল খান। তাঁর জায়গায় ওয়ানডে দলে নেওয়া হয়েছে জুনায়েদ খানকে। বাঁহাতি পেসার জুনায়েদ অবশ্য টেস্ট আর টি-টোয়েন্টি দলে আগে থেকেই আছেন।
দল ঘোষণার পর এটা দ্বিতীয় ধাক্কা পাকিস্তানের জন্য। গত সপ্তাহে বাঁ হাতের হাড়ে চিড় ধরা পড়ায় বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। সেই ধাক্কা সামলে উঠতে না-উঠতেই ইনজুরি কেড়ে নিল সোহেলকে।
শনিবার লাহোরে প্রশিক্ষণ ক্যাম্পের শেষ দিনে অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন তিনি। রোববার পাকিস্তান দলের চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে ভারতের বিপক্ষে পাঁচটিসহ বিশ্বকাপে ১২ উইকেট নেওয়া সোহেলকে।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।