রিয়ালের জয়,বার্সার ড্র
স্প্যানিশ লা লিগায় টানা ছয় ম্যাচ জিতে শিরোপার পথে ভালোভাবে এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা। কিন্তু শনিবার সেভিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে কাতালানরা, ড্র করেছে ২-২ গোলে। বার্সার হোঁচটের রাতে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এইবারকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা-লড়াই জমিয়ে তুলেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ড্র করলেও ৭৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। তবে তাদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই চিরপ্রতিদ্বন্দ্বীরা। ৭৩ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দ্বিতীয়। মালাগার সঙ্গে ২-২ গোলে ড্র করা গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। তিন দলেরই আর সাতটি করে ম্যাচ বাকি।
দুই গোলে এগিয়েও সেভিয়ার মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি বার্সা। ১৪ মিনিটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক তারকা ফরোয়ার্ড ব্রাজিলের নেইমার।
বিরতির আগেই ব্যবধান কমিয়ে ফেলে সেভিয়া, ৩৮ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার ইভার বানেগার গোলে। আর ৮৪ মিনিটে ফরাসি স্ট্রাইকার কেভিন গামিরোর লক্ষ্যভেদ মূল্যবান একটি পয়েন্ট এনে দেয় স্বাগতিক দলকে।
ঘরের মাঠে এইবারকে হারাতে সমস্যা হয়নি রিয়াল মাদ্রিদের। ক্রিস্টিয়ানো রোনালদো, হাভিয়ের হার্নান্দেজ আর হেসের গোল সহজ জয় এনে দিয়েছে লা লিগার রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নদের।
Advertisement