বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » নববর্ষে এরশাদ-রওশনের শুভেচ্ছা

নববর্ষে এরশাদ-রওশনের শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ উপলক্ষে দেশে ও দেশের বাইরে থাকা সব বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের হাজার বছরের ঐতিহ্যের ইতিহাসে জাতি সবসময় পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার আনন্দে মেতে উঠে। আমরা সীমাহীন সমস্যার মধ্যেও নববর্ষকে স্বাগত জানাই উৎসবের আমেজে।’তিনি আরো বলেন, ‘১৪২১ সালের তিক্ত অভিজ্ঞতাকে মুছে ফেলে আমরা আগামী বছরকে স্মরণীয় করে রাখতে চাই- বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করার মধ্য দিয়ে। সন্ত্রাসমুক্ত সমাজ, হিংসা হানাহানির অবসান এবং অর্থনৈতিক মুক্তি ও সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে যে কোনো ত্যাগ স্বীকারের অঙ্গীকার করতে হবে নতুন বছরের শুরুতেই।’হুসেইন মুহম্মদ এরশাদ আশা করেন, নতুন বছরে জনজীবনে পুঞ্জীভূত সমস্যার সমাধানে অগ্রগতি হবে এবং উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

ersadrowson1428928050

সোমবার পৃথক বার্তায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘বাংলা নববর্ষ এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব। পহেলা বৈশাখ বাঙালির জন্য সার্বজনীন সাংস্কৃতিক আনন্দের উৎস। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলা ভূখ-ের সব মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যা কিছু জীর্ণ, পুরানো, অশুভ ও অসুন্দর তা পিছে ফেলে নতুনের কেতন উড়িয়ে শুরু হবে আরো একটি নতুন বছর ১৪২২ বঙ্গাব্দ। প্রত্যাশা করি, দেশের সব মানুষ হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হয়ে সোনার বাংলা গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone