সাব্বিরের শতকে পাকিস্তান পরাস্ত
নিজস্ব প্রতিবেদক: এবারের বিশ্বকাপে বাংলাদেশের বেশ কিছু সাফল্যের ভিড়ে তাঁর নামটিও উঠে এসেছে আলোচনায়।ছয়-সাত নম্বরে নামতেন বলে খুব বড় ইনিংস হয়তো খেলতে পারেননি। তবে যতক্ষণ ক্রিজে ছিলেন, প্রতিভার আলো বিচ্ছুরিত হয়েছে তাঁর ব্যাট থেকে। পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে সেই সাব্বির রহমানই বিসিবি একাদশের জয়ের নায়ক। দারুণ এক সেঞ্চুরি করে স্বাগতিক দলকে নাটকীয়ভাবে এক উইকেটের জয় এনে দেওয়ার কৃতিত্ব ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের।
ফতুল্লা স্টেডিয়ামে আজ বুধবার ২৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বিসিবি একাদশের শুরুটা একদমই ভালো হয়নি। দলীয় নয় রানে ফিরে যান দুই ওপেনার। জাতীয় দলে নবাগত রনি তালুকদার রানের খাতাই খুলতে পারেননি। বিসিবি একাদশের অধিনায়ক নাসির হোসেন খেলেননি। তাঁর জায়গায় শেষ মুহূর্তে দলে আসা তামিম ইকবালও ব্যর্থ। বিশ্বকাপে ছয় ম্যাচে ১৫৪ রান করা এই বাঁহাতি ওপেনারের অবদান নয় রান। প্রতিশ্রুতিশীল লিটন দাস (২২) আর মুমিনুল হকও (১২) জ্বলে উঠতে ব্যর্থ হওয়ায় ৮১ রানে চার উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় স্বাগতিক দল।