১২ লাশ হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় দেবে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ১২টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘এ পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনরা ২০ হাজার টাকা করে অর্থ-সহায়তা পেয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসাসহ পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’
জেলা প্রশাসক জানান, এ ঘটনায় ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তোফাজ্জল হোসেন আরো জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি কমিটির অন্যতম দায়িত্ব হবে জমির মালিকানা বিষয়ে তদন্ত করা। এটা খাসজমি কি না, তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, কমিটি এরই মধ্যে তাদের কাজ শুরু করেছে। আগামী পাঁচদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এর পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
উদ্ধার তৎপরতা প্রসঙ্গে ফায়ার সার্ভিসের পরিচালক এ কে এম শাকিল নেওয়াজ বলেন, ‘আমরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি। প্রথম দিকে জায়গা ছিল না। এখন আসবাব ও বিভিন্ন উপকরণ কেটে ডুবুরিরা পানির ভেতর ঢুকছেন।’ তিনি বলেন, ‘সকাল থেকে কেউ নিখোঁজের দাবি নিয়ে আমাদের কাছে আসেননি। আমরাও খোঁজ নিচ্ছি। কেউ বলছেন না নিখোঁজ আছেন।’
শাকিল নেওয়াজ বলেন, যতক্ষণ জেলা প্রশাসন বলবে, ততক্ষণ উদ্ধারকাজ চলবে।
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের খোঁজ নিতে আজ সকাল ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি ঘটনাস্থলে যান। তিনি অবিলম্বে অবৈধ জায়গা দখল করে বাড়ি নির্মাণকারীদের শাস্তি দাবি করেন। নিম্ন আয়ের মানুষকে নিয়ে এসব নির্মম কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘সিটি করপোরেশন এলাকাগুলোতে থাকা নিম্ন আয়ের মানুষের জন্য যথাযথ বাসস্থানের ব্যবস্থা করা উচিত। আমাদের নির্বাচনী ইশতেহারে এ ধরনের দাবির কথা উল্লেখ করেছি।