ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একজোট বিশ্ব শক্তি
জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের নতুন অবরোধ আরোপের মাধ্যমে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে মঙ্গলবার বিশ্বের ক্ষমতাধর দেশগুলো একজোট হতে পেরেছে।
বিদেশি মধ্যস্থতায় আলোচনার পর ইরান অস্ত্র বিরতির প্রস্তাব দেয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ভোট হয়। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের সহযোগিতা করার অভিযোগ রয়েছে।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ব্যাপক হামলায় প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদি বাধ্য হয়ে দেশ থেকে পালিয়ে যান।
ইয়েমেনের এ সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য সীমান্তে আবারো ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে সৌদি আরব এ সংঘাতে বিদ্রোহীদের মদদ দেয়ায় ইরানকে দায়ী করছে।
সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৌদি নেতৃত্বাধীন জোট শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান অভিযান শুরু করার পর থেকে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে এবং তারা রাজধানী সানা থেকে যোদ্ধাদের তুলে নেয়ার দাবি জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে নিষেধাজ্ঞা মেনে চলার এবং তাদের নিষেধাজ্ঞার কালো তালিকায় বিদ্রোহীদের দুই শীর্ষ নেতার নাম যুক্ত করা হয়েছে।
ইরান এ সংঘাত নিরসনে তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আলোচনা মোতাবেক শান্তি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে। ইরানের প্রস্তাবে সরকার গঠনের ক্ষেত্রে ক্ষমতা ভাগাভাগির কথা বলা হয়েছে।