বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, December 25, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » সুয়ারেজ-নেইমারের গোলে বার্সার জয়

সুয়ারেজ-নেইমারের গোলে বার্সার জয় 

121

121

ফিরতি লেগের আগে বার্সেলোনা বেশ নিশ্চিন্ত। একে তো খেলা হবে নিজেদের মাঠে, তার ওপর

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ প্রতিপক্ষের মাঠ থেকেই ৩-১ গোলে জিতে ফিরেছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল মোটামুটি নিশ্চিতই বলা যায় কাতালানদের। বুধবার রাতে প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজির মাঠে দুই গোল করে বার্সার সহজ জয়ে সবচেয়ে বড় অবদান লুইস সুয়ারেজের। অন্য গোলটি করেছেন নেইমার।

অন্য ম্যাচের ফলও একই, ৩-১। তবে সেই ম্যাচে বায়ার্ন মিউনিখকে হারিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে পোর্তো। পোর্তোর মাঠে অবশ্য আরিয়েন রোবেন, ফ্রাঙ্ক রিবেরি, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার সহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে চোটের কারণে খেলাতে পারেনি জার্মান চ্যাম্পিয়নরা।

বুধবারের আগে ইউরোপীয় প্রতিযোগিতায় ঘরের মাঠে টানা ৩৩ ম্যাচ অপরাজিত ছিল পিএসজি, সর্বশেষ হেরেছিল ২০০৬ সালে। প্যারিসে ফরাসি চ্যাম্পিয়নদের সেই গৌরব ধূলিস্যাৎ করে বার্সা এগিয়ে যায় ১৮ মিনিটের সময়। পাল্টা আক্রমণ থেকে অতিথিদের এগিয়ে দেন নেইমার।

আগের ম্যাচে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেননি সুইডিশ ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। ২১ মিনিটে আরেকটি ধাক্কা খায় স্বাগতিক দল। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান অধিনায়ক থিয়াগো সিলভা। ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডারকে হারানোর আঘাত সামলে উঠতে পারেনি পিএসজি।

দ্বিতীয় গোলের জন্য বার্সাকে অনেকক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে। ৬৭ মিনিটে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। ১২ মিনিট পর উরুগুয়ের এই স্ট্রাইকারের বাঁক খাওয়ানো দুর্দান্ত শট জয় নিশ্চিত করে দেয় বার্সার। ৮২ মিনিটে পিএসজির একমাত্র গোলটি ছিল আত্মঘাতী। গ্রেগরি ফন ডার ভিলের শট জেরেমি ম্যাথিউয়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে চলে যায় অতিথিদের জালে।

আগামী মঙ্গলবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে পিএসজিকে স্বাগত জানাবে বার্সা। ৩-১ গোলের জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলেও ফিরতি লেগ নিয়ে ভীষণ সতর্ক বার্সা কোচ লুইস এনরিকে, ‘পিএসজি বিদায় নিয়েছে এমন চিন্তা করলে ভুল করব আমরা। দ্বিতীয় লেগেও আমাদের একই লক্ষ্য থাকবে। আর তা হলো জয়। ম্যাচটা কঠিন হবে নিঃসন্দেহে। কারণ আমরা সবাই ফুটবল মাঠে অনেক কিছুই হতে দেখি।’

সুয়ারেজও ফিরতি লেগে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না মোটেই, ‘আমি সব সময় একটা কথা বলি। ফুটবলে কখন কী হয় তা আগে থেকে জানা যায় না। আমাদের আরো ৯০ মিনিট খেলতে হবে। পিএসজি খুব ভালো দল। অবশ্য আমরা বেশ এগিয়ে থেকে শুরু করব। আমাদের শুধু শেষটা ভালো করতে হবে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone