আইপিএল শেষ অ্যান্ডারসনের
আইপিএলের অষ্টম আসরে এমনিতেই ভালো অবস্থায় নেই মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছে দলটি। এমন অবস্থায় আরেকটি দুঃসংবাদ তাদের জন্য।
ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন।বাঁ-হাতের আঙুলে চিড় ধরা পড়েছে অ্যান্ডারসনের। সেরে উঠতে নিউজিল্যান্ড ফিরে যাওয়ার কথা তার।
এবারের আসরে মুম্বাইয়ের প্রথম চার ম্যাচে খেলেন অ্যান্ডারসন। দুটি ফিফটিও করে এই কিউই ব্যাটসম্যান। তবে ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট শেষ হয়ে গেল তার।নিউজিল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে ছিটকে গেলেন অ্যান্ডারসন। এর আগে গোড়ালির ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর আগেই বাদ পড়েন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পেসার অ্যাডাম মিলনে।