ইতিহাস গড়ার পথে কুক
ইতিহাস গড়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন অ্যালিস্টার কুক। টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট করতে প্রাক্তন ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক স্টেওয়ার্টকে ছাড়িয়ে গেছেন কুক। ৮ হাজার ৪৬৩ রান নিয়ে এতদিন দ্বিতীয় স্থানটি দখলে রেখেছিলেন ২০০৩ সালে টেস্টকে বিদায় জানানো স্টেওয়ার্ট। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টের তৃতীয় দিন শেষে ৩৭ রানে অপরাজিত থাকেন কুক।
১১১তম টেস্ট খেলতে নামা কুকের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৮ হাজার ৪৮৪ রান। সাদা জার্সিতে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক গ্রাহাম গুচকে টপকাতে আর ৪১৭ রান প্রয়োজন কুকের। কিংবদন্তি গুচ ১১৮ ম্যাচে ৮ হাজার ৯০০ রান নিয়ে শীর্ষস্থানটি দখলে রেখেছেন।
এদিকে বুধবার দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে বিনা উইকেটে ৭৪ রান। কুক ৩৭ ও জনাথন ট্রট ৩২ রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৯৯ রানে অলআউট হয়। সর্বোচ্চ ১০৩ রান করেন মারলন স্যামুয়েলস।