বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, December 26, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সাভারে ব্যাংক ডাকাতি

সাভারে ব্যাংক ডাকাতি 

সাভারে ব্যাংক ডাকাতির  ঘটনায় ব্যাংকটির নিরাপত্তায় কোন গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখছে সরকার।

5

বুধবার সচিবালয়ে কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।আসলাম আলম বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। দেশের যেকোন নাগরিকের বাড়িতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে।

ডাকাতির ঘটনায় ব্যাংকিং মহলে এক ধরনের ভীতি ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ প্রেক্ষিতে ব্যাংকগুলোর নিরাপত্তা বিধানে বাড়তি কোন পদক্ষেপ নেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিরাপত্তার বিষয়টি আসলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে জড়িত। ব্যাংকগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সব জায়গায় আইন শৃংখলা রক্ষাবাহিনীর সদস্য নিয়োগ করা সম্ভব নয়।তিনি এও বলেন, ‘তবে আমরা ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নিয়েছি। ব্যাংকটিতে নিরাপত্তা সংক্রান্ত কোন ত্রুটি বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে ব্যাংকটির নিরাপত্তার ক্ষেত্রে কোন গাফিলতি ছিল না।

প্রসঙ্গত, গত মঙ্গলবার কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় সশস্ত্র ডাকাতদলের হামলায় ব্যাংক ম্যানেজারসহ ৮ ব্যক্তি নিহত হন। এ ঘটনা ব্যাংকিং খাতে আতঙ্ক নেমে আসে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone