বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, December 25, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ৩ সিটি নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ

৩ সিটি নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ 

6

নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ বিরাজ করছে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার-প্রচারণায় ততই সরগরম হয়ে উঠছে নির্বাচনী এলাকা। মাইকিং, শ্লোগান আর হরেক রকম গানের সুরে নগরীর পাড়া-মহল্লা আর অলি-গলি চষে বেড়াচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

6
সময়ের সাথে পাল্লা দিয়ে তিন সিটির মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক নেতাকর্মী, কাছের প্রিয় মানুষ থেকে শুরু করে মা, বাবা, স্ত্রী-স্বামী ও সন্তানরাও নেমে পড়েছেন প্রচারণায়। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে তারা প্রচারণা চালাচ্ছেন। নগরবাসীর মধ্যেও নির্বাচনকে ঘিরে এক ধরনের উচ্ছাস কাজ করছে। চায়ের স্টল থেকে ড্রইং রুম, কর্মক্ষেত্র থেকে খেলার মাঠ সর্বত্র এখন নির্বাচন নিয়ে আলোচনা।
প্রার্থীদের কেউ আর এখন বসে নেই, চোখের ঘুম হারাম করে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের দোরগোড়ায় ছুঁটছেন। ভোটোরের মন জয়ের প্রতিযোগিতায় কেউ কাউকে ছাড় দিতে চান না। নানা প্রতিশ্রুতি আর কথামালায় ভোটারের মন জয় করে প্রত্যেক প্রার্থীই চাচ্ছেন ভোটের মাঠে আগামী ২৮ এপ্রিল ফাইনাল খেলায় শিরোপা জয় করতে।
সহস্র নাগরিক কমিটি, শত নাগরিক কমিটি, নাগরিক কমিটি, সম্মিলিত নাগরিক কমিটি বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। সহস্র নাগরিক কমিটি সদস্য সচিব গোলাম কুদ্দুস জানিয়েছেন আজ তাদের ১০টি টিম ঢাকার দুই মেয়র প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকনের পক্ষে উত্তর ও দক্ষিণ নির্বাচনী এলাকায় প্রচারনা চালায়। এ সময় তারা দুই প্রার্থীকে ভোট দেয়ার পক্ষে যুক্তি সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এ ছাড়া আজ মিরপুরের ৮ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হকের ‘টেবিল ঘড়ি’ প্রতীকের পক্ষে দেশের বরেণ্য বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এই সভায় সভাপতিত্ব করেন।
ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন আজ নগরীর হাজারীবাগ, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকার ১৪, ১৫ ও ২২ নং ওয়ার্ডে প্রচারণা চালান। সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এ সময় তার সঙ্গে ছিলেন।
প্রচারণাকালে হাজারীবাগ টেনারী মোড় ও লেদার টেকনোলজি কলেজ মোড়ে পথ সভায় তিনি বলেন, ব্যালটের মাধ্যমে বিএনপির তান্ডবের জবাব দেয়ার সময় এসেছে। ঢাকার মানুষ ‘ইলিশ মাছ’ প্রতীকে ভোট দিয়ে এ বিচার শুরু করবেন। নৈরাজ্যের বিরুদ্ধে শান্তির পক্ষে ‘ইলিশ মাছ’ প্রতীকে ভোট দেয়ার জন্য নগরবাসীর প্রতি তিনি আহবান জানান।
ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস আজও সকাল থেকে নগরীর ফকিরাপুল, নয়াপল্টন, শান্তিনগর, তাঁতী বাজারসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ‘মগ’ প্রতীকের পক্ষে প্রচারণাকালে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হক আজ মিরপুরের পল্লবী থানার মুসলিম বাজার এলাকা থেকে প্রচারণা শুরু করেন। তিনি মিরপুর-১২’র সাত্তার মোল্লার বস্তি, ঝিলপাড় মোল্লাহ’র বস্তি হয়ে ভোলার বস্তি ঘুরে ভোট চান। এ সময় আনিসুল হক বস্তিবাসীদের জীবন মান উন্নয়নে বিশেষ করে বস্তির শিশু ও নারীদের কল্যাণে পদেক্ষপ নেয়া, বস্তিবাসীদের জন্য লো-কষ্ট হাউজিং, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ, নিরাপদ খাবার পানির ব্যবস্থাসহ যা করনীয় সব করবেন বলে আশ্বাস দেন। এ সময় অনেক বৃদ্ধ মহিলা আনিসুল হকের মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। বস্তির জনগণ তাকে নির্বাচিত করার আশ্বাস দেন। সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লাহ এ সময় তার সঙ্গে ছিলেন। এরপর তিনি চ্যানেল একাত্তর ও ওয়ার্ল্ড ভিশন আয়োজিত এক টেলিভিশন অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে যোগ দেন বাউনিয়া বাঁধ এলাকার পথসভায়।
ঢাকা উত্তরে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল আজ নগরীর ৩৪, ৩৩, ২৯, ৩১, ৩২, ৩৫, ৩৬ এবং ২০নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত বিভিন্ন এলাকায় ‘বাস’ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ চালান। তিনি মোহাম্মদপুর পুলপাড় জামে মসজিদ থেকে শুরু করে পূর্ব রায়ের বাজার-রাজ মুশুরী, উত্তর সুলতানগঞ্জ, জাফরাবাদ, রায়েরবাজার, বিবির বাজার, পশ্চিম ধানমন্ডি, মহাম্মদী হাউজিং সোসাইটি, কাটাসূর, গ্রাফিক আর্ট কলেজ, বাঁশবাড়ী, তাজমহল রোড, জহুরী মহল্লা, নূরজাহান রোড, রাজীয়া সুলতানা রোড, জাকির হোসেন রোড, লালমাটিয়া, আসাদ এভিনিউ, মগবাজার, চৌরাস্তা মসজিদ, দিলুরোড, নিউ ইস্কাটন, নয়াটোলা, মিরবাগ-মধুবাগ, মগবাজার ওয়অরলেস কলোনীসহ নিকটস্থ বিভিন্ন এলাকায় গনসংযোগ, প্রচারপত্র বিতরন ও পথ সভা করেন।
চট্টগ্রাম সিটি নির্বাচনে চট্টগ্রাম নাগরিক কমিটি সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন আজ ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছেন। এ ইশতেহারের অন্যতম অঙ্গীকার হচ্ছে চট্টগ্রামকে ‘ডিজিটাল স্বপ্নের মেগাসিটি’ করা।
নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে নাগরিক কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইশতেহার তুলে ধরেন। ‘হাতি’ প্রতীকে ভোট চেয়ে তিনি ইশতেহার বাস্তবায়নে নগরবাসীর সহায়তা চেয়েছেন।
শুধু মেয়র প্রার্থীরাই নয় মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররাও স্ব স্ব ওয়ার্ডে ভোটারদের কাছে ভোট চেয়ে প্রচারণা শুরু করছেন সমান তালে। প্রতিটি বাড়ি-প্রতিটি ঘর চষে বেড়াচ্ছেন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone