রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ ৫ প্রস্তাবে অনুমোদন
নিজস্ব প্রতিবেদক :রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ নির্মাণসহ ভূমি উন্নয়নের কাজ পেলো সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড। বিদ্যুৎ বিভাগের প্রকল্প রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ (ব্লক বি) কেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত ৯১৮ দশমিক ৫ একর জমিতে বাঁধ নির্মাণসহ ভূমি উন্নয়ন কাজে মোট ব্যয় হবে ৭৫ কোটি ১৮ লাখ টাকা।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে মোট ৫টি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের বাইরে থাকায় শিল্পমন্ত্রী আামির হোসেন আমু বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ঘোড়াশাল ৩৬৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (সিসিপিপি) প্রকল্পের পরামর্শক হিসেবে যৌথভাবে নিয়োগ পেয়েছে ‘ও অ্যান্ড এম সলিউশনস’ (মরিশাস), ‘ও অ্যান্ড এম বাংলাদেশ লিমিটেড’ এবং পাওয়ার এনার্জি ইঞ্জিনিয়ারিং। এ পরামর্শক নিয়োগে ব্যয় হবে ১৩ কোটি ৫৬ লাখ টাকা।তিনি বলেন, বৈঠকে অন্যান্য প্রস্তাবের মধ্যে পরিবার পরিকল্পনা বিভাগের জন্য ১ কোটি ৪০ লাখ ভায়াল্স ইনজেক্টটেবল্স কন্ট্রাসেপটিভস (মেড্রোক্সি-প্রোগেসটেরোয়ান এসিসেট-এমপিএ) ক্রয়ের একটি প্রস্তাব এবং আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্যাকেজ ৫ ও ৬ -এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন করে ১ লাখ টন গম ক্রয়ের দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে পাঁচটি লটে ইনজেকশন সামগ্রী সরবরাহ করবে জার্মানীভিত্তিক প্রতিষ্ঠান ‘হেলম-এজি’। এতে ব্যয় হবে ৫৬ কোটি ৫৬ লাখ টাকা।অন্যদিকে, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্যাকেজ ৫ ও ৬ -এর আওতায় দুটি প্রস্তাবেরই ৬০ শতাংশ গম চট্টগ্রাম বন্দরের মাধ্যমে এবং ৪০ শতাংশ মংলা বন্দরের মাধ্যমে আসবে। প্রস্তাব দুটির মধ্যে প্রতি মেট্রিক টন গম ২৩৮ দশমিক ২৮ ডলার দরে প্যাকেজ ৫-এর গম সরবরাহের কাজটি পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘এগ্রো ক্রপ ইন্টারন্যাশনাল এবং ২৩৭ দশমিক ৯ ডলার দরে প্যাকেজ ৬-এর গম সরবরাহের কাজটি পেয়েছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স ফিনিশ ক্যাপাসিটি’। দুটি প্যাকেজে ১ লাখ টন গম ক্রয়ে মোট ব্যয় হবে ১৯২ কোটি ৩২ লাখ টাকা।