কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত
নাটোরে কালবৈশাখীর তাণ্ডবে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। সে সঙ্গে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
গতকাল বুধবার রাত ১০টা থেকে থেমে থেমে দুই ঘণ্টাব্যাপী চলা প্রচণ্ড ঝড় আঘাত হানে নাটোর সদর, সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলায়। এতে এসব উপজেলার কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি ধসে পড়ে। উড়ে যায় ঘরের চালা, উপড়ে পড়ে গাছপালা। ঝড়ে বিভিন্ন স্থানের বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় সিংড়া উপজেলায় গতকাল রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্য উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।