বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
দক্ষিণ আফ্রিকায় অভিবাসী বিরোধী সহিংসতার প্রেক্ষিতে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস অনুরোধ জানিয়েছে।
একইসঙ্গে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের সার্বিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাস প্রস্তুত রয়েছে। সম্প্রতি সহিংস ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোন বাংলাদেশি নিহত হননি।
বাংলাদেশসহ অন্যান্য দেশের কূটনৈতিক মিশনগুলো দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্ব স্ব দেশের নাগরিকদের নিরাপত্তা বিধান এবং সহিংসতা বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। একই সাথে জরুরি প্রয়োজনে প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে টেলিফোনঃ ০০২৭- ০১২৩৪৩২১০৫-৭, মোবাইলঃ ০০২৭- ১২- ০৭৪৪৮৭১০৫৭,
Posted in: আর্ন্তজাতিক