টিফিন খেয়ে পোশাক শ্রমিক অসুস্থ
শিল্পাঞ্চল আশুলিয়ার একটি পোশাক কারখানায় সন্ধ্যার টিফিন খেয়ে অন্তত শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুরের জনরন সোয়েটার কারখানায় টিফিন খেয়ে এই অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।নারী ও শিশু হাসপাতালের পাবলিক সার্ভিস কর্মকর্তা এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ পর্যন্ত ওই হাসপাতালে ৬৭ জন শ্রমিককে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।বাকী অসুস্থ শ্রমিকদের জামগড়া এলাকার অন্যান্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
Posted in: জাতীয়