পিবিএল বাতিল
কক্সবাজার-টেকনাফ সড়কের সংস্কার ও মেরামতকাজে গাফিলতি ও দীর্ঘসূত্রতার জন্য নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএলের কার্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।কক্সবাজার-টেকনাফ সড়কের ১৬ কিলোমিটার দীর্ঘ সড়কের মেরামত ও সংস্কারে ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএল-কে নিয়োগ দেওয়া হয়। কিন্তু বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি যথাসময়ে কাজ শেষ করতে ব্যর্থ হয়।সভায় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল ও মো. জাহাঙ্গীর আলম, মনিটরিং টিমের প্রধানেরা উপস্থিত ছিলেন।