শুক্রবার শেষ চারের ড্র
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল রাউন্ড শেষ। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাস। শেষ চারের দল গুলোর মধ্যে বায়ার্নই সেরা বলে মন্তব্য করেছেন দলটির প্রাক্তন ইংলিশ মিডফিল্ডার ওয়েন হারগ্রেভস।
কোয়ার্টার ফাইনালে অবশ্য একটা বড় ধরনের ধাক্কা খায় বায়ার্ন। প্রথম লেগে পোর্তোর মাঠে ৩-১ গোলে হেরে বসে পেপ গার্দিওলার দল। তবে ফিরতি লেগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানির শীর্ষ দলটি। ঘরের মাঠে পর্তুগিজ দলটিকে ৬-১ গোলে বিধ্বস্ত করে বায়ার্ন। ফলে দুই লেগ মিলিয়ে ৭-৪ গোলে এগিয়ে থেকে শেষ চারের টিকিট পায় বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা।শুক্রবার শেষ চারের ড্র অনুষ্ঠিত হবে। সেমিতে কে কার প্রতিপক্ষ হবে, তা জানা যাবে সেখানেই। তবে শিরোপার লড়াইয়ে চার দলের মধ্যে বায়ার্নকেই এগিয়ে রাখছেন হারগ্রেভস। তিনি ‘স্কাই স্পোর্টস’কে বলেন, ‘চার দলের মধ্যে বায়ার্নই সেরা। বার্সেলোনা যখন বল পায় তখন শক্তিশালী আর বায়ার্ন বলের বিপক্ষেও শক্তিশালী।হারগ্রেভস ২০০১ সালে বায়ার্ন ও ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন।