বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » রাজধানীতে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ২০

রাজধানীতে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ২০ 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মৎস্যভবনের সামনে সড়কদ্বীপের গাছের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

4

বাসের যাত্রী সোহেল জানান, শনিবার সকালে মেঘলা ট্রান্সপোর্ট নামের ওই যাত্রীবাহী বাস গুলিস্থান থেকে আবদুল্লাহপুর যাচ্ছিল। সোয়া ১০টার দিকে মৎস্যভবন এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা খায়। এতে নারী-পুরুষসহ কমপক্ষে ২০ বাস যাত্রী আহত হন।

দুর্ঘটনায় আহতরা হলেন- জেসমিন, সোহেল, তুষার, মনির মোল্লা, নাঈম, শাহনাজ, কুলসুম, আলী নূর, রোমেলা, রহিমা, বেল্লাল, ফাতেমা, আরিফ, মৌমিতা, রহমান, মফিদুলসহ অন্তত ২০ জন।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ (ঢামেক) আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।শাহবাগ থানা পুলিশসহ আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone