ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুধবার আম আদমি পার্টির (এএপি) জনসভায় কৃষকের আত্মহত্যার ঘটনায় ব্যাপক সমালোনার মুখেন পড়েছেন দলটির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেজরিওয়াল। ওই ঘটনার জন্য শুক্রবারআনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তিনি।বার্তা সংস্থা এএনআই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কেজরিওয়াল বলেন, ‘আমি ভুল করেছি, আমার ভাষণ দেয়া উচিত হয়নি। ওই সময় বিষয়টি নিয়ে ভাবিনি। আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি তাহলে ক্ষমা প্রার্থণা করছি।’
বুধবার আপের জনসভা চলাকালে সবার সামনে গাছে উঠে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রাজস্থানের কৃষক গজেন্দ্র সিং। মঞ্চে তখন বক্তব্য রাখছেন আপ নেতা কুমার বিশ্বাস। অভিযোগ রয়েছে, গজেন্দ্রের আত্মহত্যা সময় এএপির কোনো নেতা-কর্মী বা স্বেচ্ছাসেবীরা তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। গজেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরও সভা চলছিল।কেজরিওয়াল বলেন, যখন তাকে (গজেন্দ্র) নামিয়ে আনা হয়েছিল, আমরা শুনেছিলাম সে জীবিত রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি কথা বলতে শুরু করেছিলাম…তবে আমার কথা বলার মতো অবস্থা ছিল না। এক ঘণ্টার পরিবর্তে মাত্র ১০ মিনিট কথা বলেছিলাম।
কেজরিওয়াল দাবি করেন এ ঘটনার পর তিনি দুই রাত ঘুমাতে পারেননি। এ জন্য ওই কৃষকের পরিবারের কাছে ক্ষমাও চান তিনি।কিন্তু ওই কৃষকের বাবা বান্নি সিং কেজরিওয়ালের ওই ক্ষমাপ্রার্থণা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘যদি তার ছেলের ক্ষেত্রে এমনটা হতো আমিও ওই পথ অনুসরণ করতাম, ক্ষমা চাইতাম। ক্ষমা চেয়ে কী আমার ছেলেকে ফিরিয়ে আনা যাবে? চোখের ওপর এ রকম বড় একটি দুর্ঘটনা ঘটল। তিনি এখন ক্ষমা চাচ্ছেন। কীভাবে তিনি সরকার চালাচ্ছেন? গজেন্দ্রের তিনটি ছোট্ট সন্তান রয়েছে। তাদের কে দেখাশোনা করবে?’