সিটি কলেজ কেন্দ্রে প্রধানমন্ত্রীর ভোট
নিজস্ব প্রতিবেদক : প্রায় এক যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার হিসেবে ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
যদিও ভোট দেওয়ার পর একজন ভোটার কাকে ভোট দিয়েছেন তা জানান না। তবে প্রধানমন্ত্রী উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ইলিশ মাছ প্রতীকে ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী ভোট দিতে পেরে খুশি বলেও জানান।
তিনি জানিয়েছেন, জনগণ যে রায় দেবেন তা তিনি ও তার সরকারি দল আওয়ামী লীগ মেনে নেবে। তিনি যেহেতু ভোট দিতে পেরেছেন, রাজধানীর সাধারণ মানুষও নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে তার প্রত্যাশা।
ভোটের ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেওয়া উচিৎ বলে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করেন শেখ হাসিনা। তার ভাষ্য অনুযায়ী বেগম খালেদা জিয়া বলেছেন, ‘ভোটে বিএনপির প্রার্থীরা জয় লাভ না করলে কঠোর আন্দোলন হবে।’ এটাকে তিনি হুমকি হিসেবে দেখছেন।
তিনি বলেছেন, ‘বিএনপি প্রার্থীকে জয়লাভ করানোর দায়িত্ব সরকারের নয়। জনগণকে তার নির্দেশে যেভাবে আগুনে পুড়িয়ে, বাসে পুড়িয়ে হত্যা করা হয়েছে, নগরবাসী তা ভুলে যেতে পারে না।’ভোটের ফলাফল মেনে নেওয়ার জন্যও তিনি বেগম খালেদা জিয়াকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।