সিটি নির্বাচন বর্জনে’র ঘোষণা দিয়েছে বিএনপি
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে এই নির্বাচন ‘প্রত্যাখ্যান ও বর্জনে’র ঘোষণা দিয়েছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এসময় ঢাকা দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও উত্তরের প্রার্থী তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের কিছু সময় আগে চট্টগ্রাম সিটি নির্বাচন থেকেও সরে দাড়ানোর ঘোষণা দেয় বিএনপি।
‘আজকে এটা কোনো নির্বাচন হয়নি। এটাকে কোনভাবেই নির্বাচন বলা যায় না। ভোটবিহীন এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান ও বর্জন করলাম। এই নির্বাচনে গণতন্ত্রের নামে প্রহসন করা হয়েছে ’ বলে ব্যারিষ্টার মওদুদ অভিযোগ করেন।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সংবাদ সম্মেলনে সকাল থেকেই তিনি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি এসময় অধিকাং ভোট কেন্দ্রে অনিয়ম ও ভোট ডাকাতি হয়েছে বলে দাবি করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ভোট কেন্দ্র পরিদর্শনের সময় তিনি দেখেছেন বেশির ভাগ কেন্দ্রের বাইওে রকানো পুলিশ ছিল না। সরকার সমর্থক লোকজন কেন্দ্র নিয়ন্ত্রণ করেছে।