তিন সিটি নির্বাচনই সুষ্ঠু হয়েছে : সিইসি
তিন সিটি করপোরেশনের নির্বাচনই সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।এ সময় তিনি বলেন, বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে ঢাকাবাসীর দীর্ঘপ্রক্ষিত ঢাকা, উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আজ বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে নির্বাচন পরবর্তী ব্রিফিং ও সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি রকিব উদ্দীন আহমদ বলেন, এই নির্বাচন উপলক্ষে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কর্মীদের ত্বরিত হস্তক্ষেপে বেশির ভাগ কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ‘আমি এবং নির্বাচন কমিশনাররা ঢাকা সিটির বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে ভোটার ও প্রার্থীদের সমর্থক এজেন্টসহ অনেকের সাথে কথা বলেছি। নির্বাচন সম্পর্কে তারা কোন অভিযোগ করেনি। এমনকি ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে কেউ প্রতিবন্ধকতার কথাও বলেনি।
তিনি বলেন, একই সাথে ৩টি সিটি কর্পোরেশনের নির্বাচন একটি ব্যাপক কর্মযজ্ঞ। তিন সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা দক্ষিণের ৩ কেন্দ্রে ভোট গ্রহণ গোলযোগের কারণে বন্ধ করে দেয়া হয়। কেন্দ্রগুলো হলো কমলাপুর রেলওয়ে শেরেবাংলা উচ্চ বিদ্যালয়, শ্যামপুর আশরাফ মাস্টার উচ্চ বিদ্যালয় ও পুরান ঢাকায় সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়।
তিনি বলেন, এই তিন কেন্দ্রে যাদের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে তাদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, এই তিন কেন্দ্রে যাদের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে তাদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এছাড়াও কয়েকটি কেন্দ্রে সাময়িক কারণে ভোট গ্রহণ স্থগিত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর ত্বরিত হস্তক্ষেপে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়।সুষ্ঠু অবাধ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় সিইসি নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন।তিনি প্রার্থী ও সমর্থকদের ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ এগিয়ে নেয়ার আহ্বান জানান।
বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট বর্জন করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট বর্জন করার আবেদন এখনো পাওয়া যায়নি। এটা তাদের ব্যক্তিগত বিষয়।
যারা অভিযোগ করেছে তাদের অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, এই নির্বাচন রাজনৈতিক দলগত নয়, এটা অরাজনৈতিক ও প্রার্থীগত নির্বাচন।
যারা অভিযোগ করেছে তাদের অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, এই নির্বাচন রাজনৈতিক দলগত নয়, এটা অরাজনৈতিক ও প্রার্থীগত নির্বাচন।
Posted in: জাতীয়