পঞ্চমবারের মতো নূরসুলতান নাজারবায়েভ বিজয়ী
কাজাখস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ৯৭ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন দেশটির ৭৪ বছর বয়সী ক্ষমতাসীন প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ।
কাজাখস্তানের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলেছে, রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে ৯৫ দশমিক ২২ শতাংশ ভোট পড়েছে। এদিকে বিপুল ভোটে জয়ের ফলে একটানা পঞ্চমবারের মতো ৫ বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নূরসুলতান নাজারবায়েভ।
মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ দেশটিতে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও তা আরও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়েছেন নূলসুলতান। বিরোধী দলগুলো তার বিরুদ্ধে কোন প্রার্থী দেয়নি। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পদ্ধতিগতভাবেই বিরোধী পক্ষকে দমিয়ে রেখেছে সরকার।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের আগে থেকেই কাজাখস্তান শাসন করছেন নাজারবাভে।