বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে আনিসুল হক বিজয়ী

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে আনিসুল হক বিজয়ী 

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী সমর্থিত প্রার্থী আনিসুল হক। তিনি এক লাখ ৩৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

2

এ সিটি করপোরেশনে মোট এক হাজার ৯৩টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে আনিসুল হক টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন চার লাখ ৬০ হাজার ১১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্বাচন বর্জন করা বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল বাস প্রতীকে পেয়েছেন তিন লাখ ২৫ হাজার ৮০ ভোট।

মঙ্গলবার দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর থেকে রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অস্থায়ীভাবে স্থাপিত নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শাহ আলম। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে দিকে তিনি চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪, যার মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা এক হাজার ৯৩টি এবং ভোটকক্ষের সংখ্যা পাঁচ হাজার ৮৯২টি। উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ১৬ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone